বন্ধুত্ব
বন্ধুত্ব সে যে জীবনে না পাওয়া এক অমূল্য ধন
সুখ দুঃখের কথা সব বলতে পারে নিজের মন
বন্ধুত্ব সে যে জীবনে চলার পথে পাশে থাকার নাম
বিশ্বাসঘাতকতা করে করো না বন্ধুত্বের বদনাম
বিপদ থেকে বিপদ মুক্ত করার নাম হলো বন্ধুত্ব
বন্ধুত্বের মাঝে থাকে না যে কোন বাঁধা আর সর্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন