দুটি অবুঝ মন
প্রেমের সাগরে ভেসে যায় এই অবুঝ দুটি মন
প্রকৃতির রঙ্গে রাঙ্গিয়ে দিয়েছে ভালোবাসার এই ক্ষন
দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরেছে তারা এই গাছের ডালে
দুজনে আজ লেগেছে গলে ভালোবাসার কথা বলবে বলে
হারিয়ে যাবে দুটি মন আজ প্রেমের কথা ফুরালে
গড়বে তারা ভালোবাসার নীড় ভোরের আলো ফুটলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন