বাঙ্গালী ও বাঙ্গালীয়ানা


মনে প্রাণে বাঙ্গালী  মাতৃভাষা বাঙ্গালী বাংলা আমার প্রাণ
বাংলার সংস্কৃতি ও ভাষাকে  জানাই  সাদর সন্মান
তাসের ঘরের মত  আজ ভেঙ্গে যাচ্ছে বাংলার সংস্কৃতি
বাংলার সংস্কৃতি ঐতিহ্য জীবনধারা সবেই আজ দিকভ্রান্তি
নিজ সংস্কৃতির‌ আজ নেই যে পরিচয় 
অতীতের স্মৃতি গুলো মনকে কাঁদায়
কোথায় সে বাঙ্গালী  কোথায় তাঁর জীবন বোধ
একটু একটু করে  যাচ্ছে  ভেসে কালের স্রোতে
নেই যে  কোন  আজ মানবতাবোধ
মা কে ডাকছে মাম্মি বাবা কে পাপ্পা
কে মাসি  কে পিসী  সবেতেই আজ আন্টির ধাপ্পা
শিক্ষা দীক্ষায়  আজ অনেক উন্নতি
ইংরাজীর পিছনে ছুটে বাংলার অবনতি
বাঙ্গালী বলে পরিচয় দিতে পাই  যে লজ্জা
পশ্চিমী সভ্যতায় চলছে নিজেদের সাজ সজ্জা
পয়লা বৈশাখ নববর্ষ  বিজয়ার শুভেচ্ছা  নমস্কার
আধুনিকতায় পড়ে জীবন থেকে করছে বহিস্কার।
অতীতের দিন গুলো সামনে রেখে চলবো মোরা এক সাথে
নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে হাঁটবো যে এক পথে।







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ