অজানা দেশ
দিগন্ত জুড়ে বিস্তৃর্ণ ,মন হারানো নীল আকাশ
কোথায় শুরু কোথায় শেষ, অজানা স্বপ্নের দেশ।
আছে চন্দ্র ,সূর্য্য গ্রহ ,তারা বিশাল তাদের পরিবার,
সকল দায়িত্ব করছে পালন ,নিজ কর্মে ব্যস্ত বিশ্ব চরাচর।
রঙ বেরঙের ছবি আঁকে ,রংধনুর রং ছড়ায় নীল চাদরে,
সৃষ্টির অপার সুখ, মেঘের ভেলায় ,স্বপ্নরা ডানা মেলে উড়ে।
সাদা চাদরের আস্তরন খুলে , রাতের আঁধার পেরিয়ে,
মুচকি হেসে বেরিয়ে এলো দিনমনি, কপালে লাল টিপ দিয়ে।
হলো আবার একটি নতুন প্রভাত পাখীদের মিষ্টি সুরে
আশার আলোয় পথচলে ,আনন্দ খুশীর, আঁচল ভরে
হারিয়ে গেছে কত রাত দিন, হাজার স্বপ্নরা হয়েছে নিঃশেষ
দিনের আলোতে পথিকের পথ চলা, হয়না যে শেষ।
অবিরত বয়ে চলা সময়ের স্রোত, দিনের শেষে ক্লান্তি নামে
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ স্মৃতির পাতা বন্ধ খামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন