কবিতার হাত ধরে


কবিতার হাত ধরে...

 রঙিন স্বপ্নকে বাঁচিয়ে রেখে মনের আকাশে উড়ি,
বাস্তব হোক যত‌ই কঠিন তবুও নতুন স্বপ্ন গড়ি।
কখন‌ও সুখ কখন‌ও দুঃখ ছন্দে বেজে যায় তারা
রিনিঝিনি নুপুরে  মান অভিমান জীবনের একতারা।
জীবনের স্রোতে গা ভাসিয়ে চলে, সময়ের কথা শুনে,
চেনা সূর্য মূখ লুকোয় ,ইচ্ছেরা যায় গোধূলি স্নানে,
খুঁজে পাই জীবনের তীর, সকল যন্ত্রনা ,কষ্ট ভুলে
কত সুর কত কল্পনা, ইচ্ছের  পাহাড়ে চড়ে,
নীল আকাশে ডানা মেলে অজানার খোঁজ করে।
সময়ে অসময়ে ছুটে আসে ভালোবাসার ডাকে,
অকারনে মন অস্থির, খুঁজে পায় হারানো আমিকে।
নিঃশব্দে লিখে যায় ,না বলা কথারা মনের ক্যানভাসে,
চাওয়া পাওয়ার নেশাতে কিছু হারিয়ে যায় দিনের শেষে।
ঘুনে ধরা এই  পৃথিবীতে আছে শুধু  জীবনের অপূর্ণতা,
কবিতাকে  ভালোবেসে পেয়েছি ,জীবনের  পূর্ণতা।
একলা  রাতে সঙ্গী হয় মোর  আঁকড়ে ধরি তাকে,
ভাবনার পাখনা মেলে চলি ,জীবনের আঁকে বাঁকে ।
শব্দের মাতাল হাওয়ায়  হাজার  শব্দের অনুরণন,
 কখন বেদনা, কখন ভালোলাগা হৃদের রক্তক্ষরণ।
শব্দের মায়াজাল বুনে সাজায় তাকে মনের মত করে
যত কষ্ট যত আঘাত, ভালোবাসা দিয়ে  কবিতা গড়ে।
 কবিতার ছন্দে পড়ুক ঝড়ে,হাজার শব্দের রং ছড়ায়ে,
কবিতার হাত  ধরে  হেঁটে যাবো দু চোখ ভরা স্বপ্ন নিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ