মনের কথা
১হাইকু
আঁধার রাত
স্বপ্নের ছেঁড়াকথা
ফেরারী মন
২)
ভাঙ্গা গড়ার
বেহিসেবী জীবন
গল্প সাজায়
৩)স্মৃতির কান্না
বাস্তবতার স্রোত
অতীত খোঁজে
৪)ইচ্ছেরা ডাকে
রামধনুর নীল
স্বপ্ন মিছিল
৫) উচ্ছিষ্ট জল
নীশিথের রাত
আতঙ্ক মন
৬) প্রেমিক মন
মৌমাছি র গুঞ্জন
হৃদয় ভাঙ্গে
৭) পথিক জানে
পথের আত্মকথা
গো
ধূলি বেলা
৮)চাঁদের আলো
শব্দের ঘোরাফেরা
মনের পাতা
৯) শীতল বারি
বেদনার আকাশে
আসুক ঝেঁপে
১০) মন রঙীন
বসন্ত কথা বলে
কোকিল ডাকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন