প্রকৃতির সুখ
প্রকৃতির সুখ
রিমঝিম বর্ষায় শীতল স্পর্শ, সকলের হৃদয়ে,
শ্রাবণধারায় কত আনন্দ গান, নেচে গেয়ে।
গাঢ় নীল আকাশ ,রৌদ ঝলমল চায়না বর্ষাকে,
আকাশ ধোয়া গায়ে বর্ষা রানী শরৎকে কাছে ডাকে ।
চুপিসারে এসে শরৎ হাজির বর্ষার পাশে,
মেঘ মুক্ত নীল আকাশ , বর্ষা আছে চুপটি করে বসে।
সিংহাসনের লড়াই চলছে ,মেঘের আড়ালে।
শরতের আকাশ দেখে বর্ষা যাই যাই বলে।
দুজনের বন্ধুত্বে ভাব হয় নীল আকাশ জুড়ে,
সাদা কালো মেঘ ভেসে বেড়ায় হাত ধরে।
রৌদ বৃষ্টি নিয়ে মেতে থাকে দুজনে প্রকৃতির বুকে,
শরতের অপরূপ শোভায় মুগ্ধ, বর্ষার দুচোখে।
শরৎ ছড়িয়ে দেয় রূপের শোভা দিক দিগন্তে,
শিউলির সুবাস, নির্মল বাতাস, শারদ প্রাতে।
আকাশে বাতাসে ভেসে আসছে আগমনীর সুর,
কাশের মেলা হেলে দুলে,মা আসতে আর কতদূর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন