কবিগুরুর প্রকৃতি র প্রেম




প্রকৃতির অপরূপ সুধায় বিস্মিত কবির বন্দনা
কবিতা গানে ষড়ঋতুর অপরূপ সৌন্দর্যৈর বর্ণনা ।
কবির কবিতায় প্রকৃতি যেন রহস্যাবৃতা এক নারী
গ্রীস্মের প্রখর তাপদাহ  রিমঝিম বর্ষার শিতল বারি।
শরতের শুভ্রতা , মেঘবালিকার রৌদ্র ছায়ার খেলা
প্রকৃতির রূপ রঙে আপন ভাবনায় কবির ছন্দ মেলা।
হেমন্তের ভরা যৌবন ,শীতের ঝরা পাতায় মর্মর ধ্বনি
বসন্তের মাতাল হাওয়া , উদাসী বনের করুন কাহিনী।
কবির কলমে ,আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ
খাঁচার ভিতর পোষা পাখি, মুক্ত পাখী গায় প্রকৃতির গান।
সর্বগ্রাসী মানুষের লোভের হাত,  প্রকৃতিকে বাঁচায়  কে 
বিধাতার যা কিছু কল্যাণের দান, মানুষ ধংস করে তাকে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ