জীবন কথা
জোছনা আলোয় শব্দরা খোঁজে
রাতের নির্জনে কথারা ভিজে
বিকৃত বিরূপ জীবন কাঁদে
ভালোবাসা মরে প্রেমের ফাঁদে
পুরোনো নতুন স্মৃতির টানে
অতীত খোঁজে টানাপোড়েনে
নির্ঘুম তারারা শব্দ জাগায়
একলা আকাশ গল্প সাজায়
সারা রাত জাগে চুপকথারা
ভোরের অপেক্ষা রাতের তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন