জীবন কথা

জোছনা আলোয়  শব্দরা খোঁজে
রাতের নির্জনে   কথারা  ভিজে
বিকৃত বিরূপ   জীবন  কাঁদে
ভালোবাসা মরে   প্রেমের ফাঁদে
পুরোনো নতুন  স্মৃতির   টানে
অতীত খোঁজে  টানাপোড়েনে
নির্ঘুম তারারা   শব্দ   জাগায়
একলা আকাশ  গল্প  সাজায়
সারা রাত জাগে    চুপকথারা  
 ভোরের অপেক্ষা রাতের তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ