তবু মনে রেখো
মনের কি দোষ বলো
মন আছে তাই ভাবনা আসে
মন শুধায় ভাবনাকে থাকবে কি
সদায় এই ভাবে পাশে
যেতে হবে পরপারে
আসবে যখন ডাক
ছেড়ে যাবো একদিন
ভালোবাসা টুকু সাথে নিয়ে
মনের অগোচরে কোনদিন
তবুও মনে রেখো
কখনও যদি আমায় পড়ে মনে
পুরোনো স্মৃতিকে নিও কাছে টেনে
জানি না
হৃদয়ে জাগবে কি তোমার
আমার চলে যাওয়ার ব্যাথা
স্মৃতির মলিন খামে লিখে রেখো
আমার ভালোবাসার কথা
এই মন ক্ষনে ক্ষনে শুধায়
পাবে কি জায়গা স্মৃতিটুক
তোমার ভাবনার বুকে
পারো যদি রেখো আমায়
ভালোবাসার অশ্রু করে তোমার
দুই চোখে।
তবুও মনে রেখো আমায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন