্ভালোবাসা অসহায়
বসে আছে পথ চেয়ে
যত ভাবে ভুলে যাবে মন মানে না
আঁধার ঘনিয়ে আসে তবুও
ভালোবাসার অপেক্ষা শেষ হয়না।
ভালোবাসার কাছে হৃদয় অসহায় ,
হৃদয় কি বোঝে আর।
ভালোবাসার প্রদীপ জ্বেলে,নিদ্রাহীন
প্রহর গুণে অপেক্ষার।
কেটে যায় আরও একটি রাত
নিদ্রাহীন চোখে,
ভিড় করে আসা স্মৃতি গুলো নিঃস্ব
পড়ে থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন