কুসংস্কার
কুসংস্কার টিকে থাকে শুধুমাত্র মানুষের বিশ্বাসের কারণে,,,,,,,, কোন যুক্তি দিয়ে বিচার করলে কিংবা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় কুসংস্কারের আসলে কোনো ভিত্তি নেই,,,,, মানুষ তার অমঙ্গলের ভয়ে ভীত হয়ে বিভিন্ন হাস্যকর বিষয়কেও বিশ্বাস করে মেনে চলে,,,, তাদের অন্ধ বিশ্বাসই কুসংস্কারকে অন্য সবার মধ্যে ছড়িয়ে দেয় এবং বছরের পর বছর যুগের পর যুক এগুলোকে আঁকড়ে ধরে রাখে,,,,,,, কোনো রকম চিন্তা বা বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করা ছাড়াই তারা কুসংস্কারের প্রতি অন্ধ বিশ্বাস স্থাপন করে,,,,, আর তাই কেউ কেউ মঙ্গল কিংবা শনিবার অমঙ্গল ও অশুভ কিছু ঘটার আশংকায় অনেক প্রয়োজন থাকলেও কোথাও যাত্রা করে না,,,,,,,কালো বিড়াল কিংবা এক শালিক দেখলে যাত্রা অশুভ ভেবে যাওয়া বন্ধ করে দেয়,,,,,,,কোনো কথা বলার সময় টিকটিকি যদি টিক টিক করে শব্দ করে তাহলে সেই শব্দকে ঐ কথার সত্যতা নিশ্চিত করার মাধ্যম হিসেবে ধরে নেয়,,,, জোড়া শালিক দেখলে ভাগ্য ভালো হবে বলে কেউ কেউ বিশ্বাস করে,,,,,, এর সবই হলো কুসংস্কারের প্রতি অন্ধবিশ্বাসের ফল,,,,,।
সে আদিমকাল থেকে বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ জগৎ এবং জীবনকে জানতে বুঝতে ও চিনতে শিখেছে,,,,,,,যতই জানতে চিনতে শিখেছে ততই মানুষের বুদ্ধি র বিকাশ ঘটেছে,,,,,,,অপরদিকে বুদ্ধি ও জ্ঞানের সাথে মনের অন্ধ বিশ্বাস, কুসংস্কার এগুলি পুরোপুরি দূর করতে পারেনি,,,,,।
দিন দিন আমরা প্রযুক্তি ও বিজ্ঞানের সাথে পরিচিত হচ্ছি আমাদের চারপাশে যা ঘটছে সেটা থেকে কিছুটা হলেও মানুষ জানতে পেরেছে যে সব কিছু আলৌকিক ভাবে ঘটেনা,,,,,,সবকিছুর পিছনে কিছু যুক্তিগত কারন থাকতে পারে ,,,,এই কারনগুলো বোঝার মত মেধা ও মানসিকতা সব মানুষের মধ্যে হয়না ,,,,,,।
মানুষ তার বুদ্ধির দ্বারা যেমন অনেক নিগূঢ় সত্যের দ্বার খুলেছে ,,,একদিকে যেমন হয়েছে জ্ঞানের অগ্রগতি তেমন অনদিকে এখন ও লক্ষ লক্ষ মানুষের চেতনায় থেকে গেছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস,,,,।
এসব কুসংস্কারকে বিশ্বাস করেই মানুষ পড়ে আছে এখনও আদিম যুগেকিন্তু বর্তমানে এই বিজ্ঞানের যুগে তথ্য প্রযুক্তির যুগে তা একেবারেই বেমানান,,,,,আজ যেখানে সর্বত্রই বিজ্ঞানের জয়জয়কার,,, সেখানে এইসব কুসংস্কার বিজ্ঞানের দৃষ্টিতে ভ্রান্ত ধারনা বলে ভাবা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন