বৃথা জীবন
আঁধার রাত, স্মৃতির ছেঁড়াকথায় ফেরারী মন
ভাঙ্গা গড়ার বেহিসেবী কথা, গল্প সাজায় জীবন
স্মৃতির কান্না বাস্তবতার স্রোতে ,শুধু অতীত খোঁজে
রামধনুর নীল রং গায়ে, ভেসে বেড়ায় যত মনের ইচ্ছে
নীশিথ রাতে হাওয়ায় ভাসে রক্ত মাখা পথের গন্ধ
চাঁদের আলোয় চোখের তারা, শব্দরা কলমে আবদ্ধ ,
দীর্ঘশ্বাস ফেলে সময় ,বিসাক্ত মনটা রক্তাক্ত কাটা ঘায়ে,
রাতের আকাশ একলা ঘরে,মিথ্যে স্বপ্নের ডালা সাজিয়ে
সুখের স্বপ্নে আঁধার নামে বাতাসে উড়ে বিষের পরাগ
ভাঙ্গা গড়ার বৃথা জীবন সাদা কালোয় রঙিন মোড়ক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন