মনের বাসনা
নীল আকাশে মেঘের দেশে
যাসনা আর উড়ে,
মনের খাঁচায় বাঁধবো তোকে
থাকবি হৃদয় জুড়ে।
খাঁচায় বন্দী মন পাখি
মুক্ত আকাশ চায়,
বাঁধন ছেঁড়া বনের পাখি
আনন্দে পথ হারায়।
অতৃপ্ত বাসনা প্রানে লয়ে
বেঁচে থাকার লড়াই।
শিকল বাঁধা মন পাখি
সঙ্গী হবে তোর
নীল আকাশে আলোর ধারা
যাবে উড়ে বহুদূর
তোর আশাতে পথ চেয়ে
আসবি তুই যখন
সকল বাঁধন মুক্ত করে
উড়বো মোরা দুজন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন