খোঁচা দিয়ে কথা বলা

পৃথিবীতে সব কিছু এক ধাতুতে গড়ে উঠে না। 
আমাদের হাতের পাঁচ টা আঙ্গুল তেমন এক সমান না।
সবাই যে একেই গুণসম্পন্ন মানুষ হবে সেটাও না ।তাই বলে
আমাদের নিজেদের অসম্পূর্ণ গুলো অন্যের উপর কথার আঘাত
করে কাওকে ঘায়েল করতে পারিনা ,খোঁচা মেরে কথা বলাটাও ঠিকনা।
আমরা মানুষ আমরা সবাই সবকিছুতে সমান পারদর্শী হবো তা নাও হতে পারে।
 যথেষ্ট পার্থক্য থাকবেই।
আশেপাশের মানুষ ভালো কিছু করে ফেললে কার ও কার ও সহ্য
হয়না ।ভিতরে ভিতরে একটু আধটু খারাপ লাগা অনুভব হয়। 
এইটা খুবই স্বাভাবিক। তাই বলে আমার যেটা নেই আমি যেটা করতে
পারিনা সেটার জন্য অন্যকে ছোট করতে পারিনা। আজকাল ঘরে বাইরে 
সব জায়গাতেই চলে একে অপরের উপর খোঁচা মেরে কথা বার্তা। এটা এখন 
 ফ্যশন হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা বলে ফেলার বলি তারপর বলি
 আরে এটাতো মজা করে বলেছি  তুমি কেনো খারাপ পাচ্ছো এটার কোন মানে হয়না।
 অন্যকে কতটা আঘাত করে একবারে র জন্য কেও ভাবেনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ