মন মন্দিরে
✍️ উমা মজুমদার
৪/৫/২৩
মন্দিরে মন্দিরে ঘুরে ফেরে
পবিত্র দর্শন তীর্থস্থানে
যাগযজ্ঞ পূজার্চনা নৈবদ্য সাজানো
ঠাকুরের সামনে।
চারধাম দর্শনে আত্মশুদ্ধি
ইশ্বরকে খুঁজে ফেরে
দুটি টাকা জোটেনা কপালে
তাদের চিন্তা কে বা করে।
আছে অঢেল দান দক্ষিনা
ইশ্বর সেবায় পরম আত্মতুষ্টি
বৃদ্ধ বাবা মায়ের অবহেলা অনাদর
ঘরে ঘরে পড়েনা দৃষ্টি।
জীব সেবা পরম সেবা আজও
পারেনি মানুষ বুঝিতে
ইশ্বর আছে মন মন্দিরে সকলের মাঝে
পারেনা কেহ দেখিতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন