গুণের পরিচয়
সততা বিশ্বাস জীবনের শ্রেষ্ট গুণ
সদায় যেনো থাকে মনে
সবদিকে শ্রেষ্ঠ মানুষ বিচার
বুদ্ধি স্বভাব আচরণে।
মিথ্যের আরহণে সততার বুকে
আজ ঘুণের বাসা
মন মানসিকতা য় কালো ছায়া
বিশ্বাসের নেই ভরসা ।
মানুষ হয়ে মানুষের সর্বনাশ
আত্ম অহংকারে দেখায় দাপট
ভুল করেও হয়না মাথা নত
ইগোতে করে দাঁত কটমট
মানুষ হয়ে মানুষের জন্য নয়
সংকীর্ণ মনের দেয় পরিচয়
ধনের মানুষ বহুজন মনের
মানুষের অভাব বড় ই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন