মানুষ হও
সব মানুষ হয়না এক সমান
ভালো মন্দ মিলিয়ে মানুষের গঠন
সকলকে এক ভাবা আমাদের ভুল
মুখের মিষ্টতায় সকলকে খাওয়ায় ঘোল
পর্দার আড়ালে আসল মুখোশ ঢাকা
দয়া মায়া ভালোবাসা হারিয়ে হৃদয় ফাঁকা
মানুষ জন্ম নিয়ে হও মানুষের মতো
ভালোবাসো নিজেকে ভালোবাসো সকলকে
হবে পৃথিবীটা সুন্দর ততো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন