বিচিত্র জীবন



 
  ✍️উমা মজুমদার
৩/৫/২৩

বিশ্বাস যেমন খুব সুন্দর একটি শব্দ একে অপরকে ভালোবাসতে শেখায় অন্যদিকে তেমনি ধোঁকা ও জীবনে
অনেককিছু শিখিয়ে দিয়ে যায়।

আমরা মানুষ এক অপরের উপর বিশ্বাস করেই তবেই পারে জীবনে চলতে 
আলাপচারিতা বন্ধুত্ব বিশ্বাস,হটাৎ একদিন  ধোঁকা সেটা কি করে পারবে জানতে

 যেখানে এই শব্দের বেইমানি জীবনকে  দেয় তছনছ করে
পথ চলতে জীবনে মানুষের সাথে পরিচয়ে
যখন তখন বিপদে পড়ে।

ভরসা বিশ্বাসে কাওকে এতটাই নিজের বলে মনে হয় যে মনের কথা সব খুলে বলে 
সহজ সরলতার সুযোগ নিয়ে একদিন বিশ্বাস ভেঙে প্রতারনার ফাঁদে ফেলে।

ধোঁকা খাওয়া সেটা যে সব সময় খারাপ  সেটা বললে ভুল হবে 
জীবনে এইসবের ও প্রয়োজন আছে নয়তো  সকলকে অন্ধের মতো বিশ্বাস করবে।

 হোঁচট খেলে তবেই সামনের পথটা নজরে পড়ে দ্বিতীয় বার যেন হোঁচট না খায়
মানুষের থেকে মানুষ হও সাবধান জীবনটা বড় বিচিত্র ময়।
 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ