চিত্রকর আমাদের কবিগুরু

ভরা থাক স্মৃতি সুধায়...
রবি দর্পণ....
সেমিফাইনাল রাউন্ড....

✍️উমা মজুমদার
৩/৫/২৩

বিচিত্রতা, বহুমুখিতা যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপর নাম। 
বলা হয় মহাকাব্য ছাড়া সাহিত্যের এমন কোনো অংশ নেই যেখানে 
তিনি দ্যুতি ছড়াননি। 
 আমরা অধিকাংশ মানুষই কবিগুরু রবীন্দ্রনাথকে জানি কবি, লেখক, 
নাট্যকার আর সংগীতজ্ঞ হিসেবে। 
চিত্রশিল্পীদের মাঝেও তিনি একটা স্থায়ী আসন করে নিয়েছেন।
 আসলে রবীন্দ্রনাথ যখন ছবি আঁকতে শুরু করেন, তখন তাঁর বয়স 
পয়ষট্টি বছর পেরিয়ে গিয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে চিত্রকর হয়ে উঠার শখকে  রবীন্দ্রনাথ ঠাকুর
 নিজেই উল্লেখ করেছেন 'শেষ বয়সের পিয়া'।
পূরবী কাব্য গ্রন্থ লেখার সময় একটি ছোট খাতা সব সময় টেবিলের উপর 
পড়ে থাকতো। যেখানে কবি লেখার নানা কাটাকুটিকে একত্রে জুড়ে দিয়ে 
কলমের আঁচড় কাটতে মজা পেতেন । কাটাকুটির আঁকিবুঁকি থেকে বেরিয়ে
 আসতো নানান রকমের ছবি। 
জীবনের শেষভাগে এসে এঁকে ফেললেন 
প্রায় আড়াই হাজারেরও বেশি ছবি। কবি যেন তার ভেতরের ‘চিত্রকর’ সত্তার
 দেখা পেলেন জীবনের শেষলগ্নে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ