আমার মা

 কত দিন পার হয়ে যায় বেলা অবেলা
 কেটে যায় প্রতিদিন ভাবি বসে মনে
 হয়না একটিও কথা তোমার সাথে
কাঁদায় মন প্রতি ক্ষনে ক্ষনে।

মা তোমার কথা যখনেই মনে পড়ে 
মনে হয় সেই আগের মতো সময় অসময়
সব কাজ ফেলে কথা বলি মন ভরে।

কত কথা  জমে হয়েছে পাহাড়  হয়নি 
বলা বারেবারে উতলা হয়  মনটা
বার্ধক্য নিয়েছে কেড়ে সব কিছু
 শরীরের অসুস্থতায় হয়েছো কাবু
 ‌  নিষ্ঠুর বড় সময়টা।

নেই কোন চিন্তা ভাবনা মনে তোমার
সাধ আহ্লাদের নেই কিছু বাকি 
বুকটা যেনো কেঁপে উঠে মাঝে মাঝে 
 হটাৎ করে কোন একদিন দিবে  ফাঁকি।

ভালোবাসতে কথা বলতে কাজে কর্মে
একাই একশ আদর যত্নের গড়া সংসার 
সব কিছুর পাট  চুকিয়ে দিয়ে
আজ  প্রশান্তির ছায়া   মুখের উপর।

কত বকাঝকা করে শেখাতে  আমাদের 
সংসারের খুঁটিনাটি ঘরকন্নার যাবতীয় 
হাতধরে শেখা তোমার কাছ থেকে
পিঠে পায়েস কি দেবো ফোড়ন রান্নায়।

সময়ের পরিহাসে অবুঝ শিশুর মতো 
সহজ সরল খাওয়া দাওয়ায় যত অনিচ্ছা
সব ছেড়ে  পরপারে যাওয়ার প্রতিক্ষায় 
 সেটুকুই রেখেছো মাত্র মনের ইচ্ছা।

পৃথিবী ছেড়ে চলে যায় একদিন সবাই
তবুও কষ্ট হয় সেই দিনের কথা ভেবে
মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসা 
মায়ের মতো এই জগতে কেওনা হবে।

ঠাকুরের অশেষ কৃপায় তবুও বলতে
 পারি  মাগো  তুমি আছো আমাদের কাছে
সকল অসুস্থতা কাটিয়ে ভালো রাখুক 
ঠাকুর তোমায়, এই আশাতেই দিন কাটছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ