আয়রে সখা
আয়রে সখা প্রাণের মাঝে
পথ হারায় তোদের খোঁজে
কোথায় গেলে পাবো তোদের
ফিরে পেতে চাই একটিবারের ।
লুকোচুরির কেনো করিস খেলা
স্মৃতির আড়ালে কাটায় অবেলা
আয় আর একটিবার হৃদয় মাঝে
পাইনা দেখা সুখে দুঃখে কাওকে কাছে।
সময় যায় বয়ে দেখনা একটিবার ফিরে
আপনজনেরা হারায় শুধু ব্যস্ততার ভীড়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন