মায়ের গল্প

.
শিরোনাম ....মায়ের গল্প
✍️উমা মজুমদার
২৭/৫/২৩

একটা মায়ের সাথে আরেকটি মায়ের অসম্ভব মিল থাকে ।তাদের সন্তানদের
ভবিষ্যত নিয়ে। একদিন বিকেলে দাঁড়িয়ে আছি বেলকনিতে। হটাৎ করেই মনে হলো 
কে যেনো বলছে, কি রে সন্ধ্যা হয়ে গেলো এখনো দাঁড়িয়ে গল্প করছিস ,পড়তে বসবি 
কখন, সন্ধ্যা হয়ে এলো যে ঘরে আয়। 
দাঁড়াও না মা আসছি আর একটু কথা বলেই চলে আসছি। পড়বো তো সারাদিন  শুধু পড়া
 পড়া বলতে থাকো , ভালোলাগে না।
 টিউশন করে এসে একজনের বাড়ীর সামনে এসে কথা বলছিলো দলবেঁধে ।পিঠে সবকয়টি র 
ব্যাগ ,তা দেখে বুঝলাম পড়ে এসেছে। মনের খুশিতে কথা বলছিলো ,সত্যি তো এই দিনগুলো আর
কি আসবে । অনেকক্ষণ পর একজন একজনকে বাই বলে চলে গলো যে যার মতো বাড়িতে।
 হটাৎ করে কে যেনো আমাকে ধাক্কা দিলো, কি  গো সন্ধ্যা হয়ে এলো কখন চা খাবো ,ওহ আচ্ছা চা
 করতে  হবে তো ।পড়াশোনার পাঠ কবেই চুকিয়ে এসেছি এই জীবনটা কত বদলে গেছে,এইসব তো কবেই 
ছেড়ে এসেছি । আমি আমার মধ্যে আবার  ফিরে আসলাম।
মা শব্দের মধ্যে কত স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে জড়িয়ে থাকে শাসন, অনুশাসন, বকাঝকা সেগুলো
একটা সন্তান কে আঁকড়ে রাখে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ