গ্রীস্মের দাবদাহে


কলমে ...উমা মজুমদার
২৪/৫/২৩

 সূর্যিমামা হুঙ্কার ছাড়ে
রোদ দেয় চোখ রাঙানি
নিদাঘ তপ্ত বাতাস ছড়ায় 
আগুনের ঝলকানি।

ভয়ঙ্কর দাবদাহে রক্ষ প্রকৃতি
 ওষ্ঠাগত জনজীবন।
ঝরছে দেহে দরদরে ঘাম 
অস্থিরতায় কাটছে সারাদিন ।

ঘুম নেই চোখে সারারাত ছটফট
 গরমে হাহাকার 
প্রকৃতির রুদ্র মূর্তি কোথাও
  নেই দেখা মেঘেদের।

তৃষ্ণার্ত চাতকের মতো 
আকাশ পানে বারবার চেয়ে রয়
 শীতল ধারা হয়ে নেমে আসে বর্ষা
 সকলের কাতর  প্রার্থনায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ