মূল্যবোধ

বিবেক মানবিকতা আজ হয়েছে বিলীন
মানবিক মূল্যবোধ জ্ঞানের কথা মূল্যহীন

ভাঙছে পরিবার বাড়ছে দূর্নীতি কমছে
 সামাজিক মূল্যবোধ
মনুষ্যত্বের পরাজয় হ্রাস পাচ্ছে চিন্তা শক্তি বোধ


চিন্তা চেতনা শিক্ষা সংস্কৃতি ছিলো মূল্যবোধের  
 চাবিকাঠি
 দুর্নীতি প্রতারণা প্রবঞ্চনা শোষণ স্বার্থপরতা 
বাস্তবতার  লাঠি

ক্ষমতাবানরা ক্ষমতার অপব্যবহার বিত্ত বৈভবের 
গড়ছেন পাহাড়
ছড়িয়ে পড়ছে ভয় আতঙ্ক লোভ আর হিংস্রতার 
বলি হচ্ছে মানবিকতার

পারস্পরিক শ্রদ্ধাবোধ মায়া মমতা সৌজন্যবোধ 
আজ  লোক দেখানো
মূল্যবোধের দেওয়াল ধসে পড়ছে  নানা অরাজকতায় 
জীবন বিপন্ন

অবুঝ শিশুদের সবুজ মনে নিষ্ঠুর অমানবিকতার 
প্রতিফলন
নিস্পাপ নিরপরাধ শিশুদের উপর  প্রতিশোধ এ 
কোন সভ্যতার অনুকরণ

আধুনিক উন্নত সমাজের ভদ্র শিক্ষিত মানুষ মূল্যবোধের 
পোশাক দিয়েছে ছেড়ে
পারিবারিক বন্ধন রীতিনীতি  অনুশাশন  শাসন মূল্যবোধ 
আধুনিকতার অন্ধকারে।



























মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী