নয়নের ধন



সন্তানের চেয়ে কে বা আছে
 আপন তাদের কাছে
উপার্জনের সবটুকু দিয়ে
 বড় করে যতটুকু আছে

প্রত্যেক সন্তানের প্রতি 
বাবা মা দায়িত্ব পালন করে
স্নেহ মমতা ভালোবাসায় 
জড়িয়ে থাকে বুক জুড়ে ।

ভালোর থেকে ভালো শিক্ষা 
দীক্ষা রাখেনা কোনো ত্রুটি
বাবা মায়ের চেয়ে আপন হয় 
একদিন বিদেশের মাটি।

হাঁটি হাঁটি পা করে বাবা মায়ের 
হাত ধরে চলা শেখে একদিন
সে তার সিদ্ধান্তে থাকে পুরো অটল
অসহায় বাবা মা দিনরাত সন্তানের  
কথা ভেবে  ফেলে চোখের জল।

 জীবনের পথে এগিয়ে যেতে 
প্রতি পদক্ষেপে সাহস যোগায়
 বাবা মায়ের আশীর্বাদ সন্তানের
উপর থাকবে সদায়।

✍️উমা মজুমদার
৬/৭/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ