আহারে বাঙ্গালী
ভোজনরসিক আহারে বাঙালি
রশে বশ খেতে নাহি ভুলি
লুচি আলুর দম সকালের ডোজ
নানান ব্যঞ্জনে দুপুরে র ভুরিভোজ
আমিষ নিরামিষ হোকনা ডাল ভাত
উৎসবের আমেজ খাওয়ার অজুহাত
বর্ষায় কথা নেই খিচুড়ি ভাজা ইলিশ
পাতে চাই বেগুন ভাজা মাছ একপিস
আনন্দ খুশিতে বাঙ্গালীর নেই তুলনা
খাওয়াতে খেতে নেই কোনো মানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন