অনুভূতি

জীবনটা বড় বড় অদ্ভুত 
যতটা তাকে সহজভাবে চালাতে চেষ্টা করি
 তত ই যেনো সে কাঁধে চেপে বসে।

দিনটা পার করে দেয় বোঝাপড়ার মাঝে 
     মানিয়ে নাও,মেনে নাও 
রক্ষে নেই চুলচেরা  অদল বদল হলে 
      স্বভাবগত অভ্যাসে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

এসেছে আষাঢ়

বাবা মানে