ইগোর দাপট

প্রয়োজনের চেয়ে কাওকে দাম দিতে গিয়ে, নিজের মুল্যবান সময়টা
 কোথায় যেন হারিয়ে যায়। যাদের  জন্য সারাটাদিন ভেবে ভেবে  নিজের 
মুল্যবান সময় গুলো নষ্ট করে দেয় ,সেখানে তার  মুল্যটা হারিয়ে যায়। তার কাছে 
সেই মানুষটার মুল্য কতটুকু  সেটা  ভেবে দেখা খুব প্রয়োজন।  

যাকে ভালোবেসে যার কথা ভেবে  সারাটাদিন   দিয়ে দিলে নানান কাজে কর্মে,পছন্দের 
রান্নাবান্নায় , কি ভালোবাসে  কি পছন্দ না পছন্দ সবকিছুতে খেয়াল রাখা।  বেলাশেষে 
একটা ভালো কথা শোনার জন্য তোমার মনটা উসখুস করতে থাকে । সেখানে পেলে তার থেকে
একগুচ্ছ দায়িত্ব আর কর্তব্যের ভাষন।

সেই মানুষটার ভিতর এতটাই ইগো বাসা বাঁধে যে তার কাছে এইসবের 
কোনো মুল্যে ই থাকেনা।


ছোটবেলা থেকে জেনে এসেছি  সময়ের থেকে  দামি মুল্যবান জিনিস আর কিছু হয়না।
 কিন্তু এখন যত দিন  যাচ্ছে তত  দেখছি জীবনের থেকে দামি আর মুল্যবান 
' ইগো' । এই ইগো নামের ভাইরাস মানুষের কাছে অতি মুল্যবান হয়ে যাচ্ছে দিনদিন।
সেটা যে কতটা ভয়ঙ্কর জিনিষ কেও বুঝতে পারেনা । ইগো অহংকার শরীরে অনবরত বহন
করে চলেছে।
ইগোও সে নিজের মতো বাসা বেঁধে নেয় তার শরীরে যত বেশি মুল্য দেওয়া হৎ তত সে খুঁটি গেড়ে বসতে  থাকে।
  
আস্তে আস্তে শরীরটাকে ভিতর থেকে খোকলা দেয়। এতোটাই ইগো তে  ভুগে  কিছুতেই নিজের বিবেকের কাছে 
 হারতে দেখতে চায়না।
 
একটা ইগোর  জন্য কত যে ভুল  বোঝাবুঝির সৃষ্টি হয় সেটা কেও বুঝতে চায়না। 

তাই বলি এই ইগো নামক ভাইরাস টা কে যত সম্ভব শরীর থেকে ঝেড়ে ফেলা যায় তাড়াতাড়ি তত ই মঙ্গল।

✍️উমা মজুমদার
৪/৭/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ