অসহায়ের ফুল
অযোগ্য বলে দিয়েছে ছুঁড়ে ফেলে
ধংস সৃষ্টির পরিনাম প্রয়োজন শেষ হলে
অসহায় হয়ে ছিলাম পথে ঘাটে পড়ে
সৃষ্টির মূলে স্রষ্টা জন্ম নিয়েছে শরীরে
দেখো আমায় একটিবার চেয়ে
ধন্য হোলাম আমি ও প্রাণ পেয়ে
অবহেলা অসহায়ে নাই বা দিলে পরিচয়
ভালোবেসে যত্ন করে রেখো আমায় না হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন