দুই ভাই


অনুগল্প...
      দুই ভাই....

এমনিতে তেমন কোন দুষ্টমী করেনা,,, কিন্তু মাথায় যদি ফন্দি আসে তখন 
কার না ভালো লাগে দুষ্টমী করতে।

দুই ভাই খুব বাধ্য ছেলে  ,পিঠেপিঠি নাহলেও বয়সে তেমন পার্থক্য নেই ,,
মায়ের কথা শোনে চলে। মা খুব একটা বাইরে বেরোতে দেয়না।
মায়ের চিন্তা কে জানে যদি খেলতে গিয়ে  দুষ্টমী করে ব্যাথা পায়। মায়েদের এই একটা চিন্তা রোগ
কাজ করে বাচ্চাদের নিয়ে।

খেলতে গিয়ে ব্যাথা পাবে বাচ্চারা সেটা আর নতুন কথা কি , মায়েদের তা চলবে না। বেচারা
বাচ্চারা মায়েদের কড়া শাসনে পড়ে পড়ে ছোটবেলাটা  অনেকের নষ্ট হয়ে যায়। মায়েরা বড় হয়ে যায় 
তাই বুঝতে পারেনা ছোটবেলাটা যে আর ঘুরে আসেনা। 

স্কুল থেকে এসেই দুপুরে নিজেদের মতো হোম ওয়ার্ক গুলো সেরে একটুআধটু টিভি দেখে
আবার সন্ধ্যায় পড়তে বসা,, কাহাতক আর ভালো লাগে একঘেয়েমি কাটাতে ।

ছোটো ভাই যেহেতু অনেকটা ছোটো ছিলো বড়দাদা তার থেকে পাঁচ ছ বছরের বড় থাকায় 
মাঝে মাঝে ছোটো ভাইকে নিয়ে ছুটির দিনে মায়ের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়তো খেলতে
একঘন্টা খেলাধূলা করে এসে যেতো বাড়িতে।

একদিন দুপুর বেলা ছুটির দিন মা ঘুমিয়ে  আছে,, নিজের মনে দুই ভাই খেলাধুলা করছিলো।  দুজনে মনে 
মনে ফন্দি করলো চল আজকে আমরা  চা বানিয়ে খাবো । প্রতিদিন আমাদের দুধ হরলিক্স এগুলো দেয় 
খেয়ে খেয়ে আর ভালো লাগেনা। 
ছোট ভাই দাদাকে বলছে না না মা জানতে পারলে বকবে দাদা , সেতো নিজেকে ভাইয়ের থেকে অনেকটা বড় 
মনে করে তাই  ,আরে ,,তুই চিন্তা করিস না ,,,শুধু কথা বলবিনা, মা জেগে গেলে হবে না।
ভাইয়ের ও একটু লোভ হলো  তাকেও তো মা একেবারে গ্লাসভর্তি করে দুধ দেয়,, 
সারাক্ষণ শুধু মায়ের কথা দুধ খেতে হয় নাহলে পড়াশোনা করতে পারবে না আরও কত কি ,,
আমাদের তো একটুও চা  দেয়না শুধু নিজেরা খেয়ে যায়।
আজ যখন সুযোগ পেয়েছি দাদা চা বানিয়ে খাওয়াবে আহা কি মজা,,
দাদা তো বেশ গ্যাস জ্বালিয়ে চায়ের বাটি বসিয়ে  দুধ চিনি চাপাতি সব 
দিয়ে খুব সুন্দর  চা বানিয়ে কাপে ঢেলে দুই ভাই বেশ মজাতে চুমুক দিয়ে সাথে 
 কৌটো থেকে বিস্কিট নিয়ে জমিয়ে চা খেলো।  দাদা ভাইকে আবার বলছে
কেমন হয়েছে রে চা টা খেতে ,, খুব ভালো হয়েছে তাইনা,,,,ভাই বেচারা আর কি বা বোঝে চায়ের তার কাছে যে ওটাই 
অমৃতের মতো লাগছে। 
দাদার মনে একটু একটু ভয় ও হচ্ছে মায়ের জন্য ,মা টেরটা পেলে যে বকুনি আছে কপালে।
চল আমরা কোথাও গিয়ে চুপচাপ বসে খেলি।
মায়ের বকাঝকা খেয়েও
ছোটবেলায় এমনেই রোমাঞ্চকর কিছু করতে আমাদের সবারই খুব ভালো লাগতো ,, তাইনা??,।
 বোধহয় এটাকেই বলে ছোটবেলা।

✍️উমা মজুমদার
১৫/৭/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ