তথাকথিত জীবনধারা

তথাকথিত জীবন.....

যায় দিন ভালো যায় অতীতের 
স্মৃতি জীবনের অমূল্য ধন
প্রযুক্তির কল্যাণে প্রথম দেখার 
আনন্দে উল্লাসিত মন
 টি.ভি এলো ঘরে সময়ের ক্রমধারায়
 পরিবর্তন জীবনধারা 
সাদা কালো পর্দা আধুনিকতার ছোঁয়ায়
 হারিয়ে গেলাম আমরা
চোখের সামনে রামায়ন মহাভারত 
না জানা কত ঐতিহাসিক কাহিনী
পরিবার সহ একসাথে বসে সময় কাটানো
ভাসে স্মৃতিপটে ছবিখানি 
ধীরে ধীরে প্রবেশ তথাকথিত জীবন
 আধুনিকতায় চলেছে  তাল মিলিয়ে 
 হারানো দিন হারানো সময়
 সোনার খাঁচায় বন্দী করে গেছে সব হারিয়ে 
জীবন গতিশীল হাঁটছে মানুষ
 পুরাতন কে পিছনে ফেলে 
বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার
সুফল কুফল হাতে দিয়েছে ঢেলে।

✍️উমা মজুমদার
১০/৭/২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ