এক মা মেয়ের মনের কথা ,,,,


মেয়ের কথা..
 মেয়ে হয়ে জন্ম নেয় বাবা মায়ের   ঘরে,
রাখবে তো মা  মেয়েকে আদর করে...
 আমি মেয়ে বলে করবে নাতো আমায় অবহেলা
ছেলে হলে সকলের মুখে হাসি আদর খুশি আবদার থাকে তোলা..
মেয়ে  সেও তো এক সন্তান  ...
সব সময় কেনো মেয়েকেই, শুনতে হয় নানান কথা?
আচ্ছা মা বলো তো  তুমিও তো এক মেয়ে, তোমার‌ও কি আছে এমন মনের  ব্যাথা...

মায়ের কথা...
মনের ব্যথা নিয়েই মেয়েরা চলতে  জানে,
মেয়েদের ও আছে স্বাধীনতার স্বপ্ন  ডানা মেলে উড়তে চায়
মেয়েরা কেনো বন্দী নিয়ম শৃঙ্খলার বদ্ধ  খাঁচায়....
প্রাণ খুলে মেয়েরাও তো বাঁচতে  চায় দাঁড়াতে চায় নিজের পায়ে,
মেয়েদের যে  শিখানো হয়  বোঝানো হয় সকল সময়ে....
তুমি এক নারী তুমি মা ,তুমি কন্যা  তুমি জায়া তুমি ভগ্নি..ঔ
 সংসারে সকলকে ভালো রাখার দায়িত্ব সব সময় কেনো নারীর উপর চাপিয়ে দেওয়া হয়...
মা বলে যুগ যুগ ধরে তাই তো  চলে আসছে...
সংসারকে ভালো রাখা দশজনের মন জয় করে চলা অন্যের জন্য আত্মত্যাগ করাই যে একটি মেয়ের জীবন 
 তাইতো করে আসছে, ভুলে যায় নারীর সন্মান অসন্মানের ভার বয়ে যেতে হয় সংসারে....

 মেয়ে বলে,,

 জানো তো মা দিনকাল সব পাল্টে গেছে,,,মেয়েরা পারেনা এমন কাজ আজ আর নেই.....
শিক্ষা দীক্ষায় কাঁধে কাঁধ মেলায় ছেলেদের সাথে মেয়েরা সর্বস্থানে আছে  এগিয়ে ....

মা বলে...
মেয়েরা সময়ে নরম স্নেহশীলা ,,, কখন‌ও বা  দূর্গা হয়ে জীবনের রনে নামে নিজেদের অস্তিত্ব ও সন্মান বাঁচাতে..।
 ঘরে বাইরে দুদিক সামলাতে যে মেয়েরাই পারে...
 মেয়েরা আজ কি না করে কি না পারে সর্বক্ষানে মাথা উঁচু করে চলতে ও  বাঁচতে শিখেছে.....।
উমা মজুমদার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

মূল্যবোধ

শ্রদ্ধাঞ্জলী