পার্টনার
✍️উমা মজুমদার
৭/৭/২৩
সাদা কালোর পার্থক্য
আছে যেখানে
ভালো মন্দ মিলেমিশে
থাকে সেখানে।
নিরন্তর জীবন যাপনে
মিল অমিলের খেলা
ভালোবাসার রঙ বদলায়
আপনজন পথভোলা ।
চেনা অচেনার ভীড়ে
মনের মানুষ খুঁজে পায়
আধুনিকতার ছোঁয়া লেগেছে গায়ে
এই দুনিয়ায়।
যা দেখে তাই শেখে
কি দোষ দেবো তাদের
মানুষের মত চলছে তারা
খুঁজে নেয় পার্টনার ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন