আধুনিকের ছোঁয়া

মনের মনি কোঠায় রেখেছি 
অতীতের দিন গুলো
অত্যাধুনিক এই দুনিয়া
 কিছুটা ভালো
নূতন প্রজন্ম  দেখেছে 
বিজ্ঞানের নূতন আলো
মোবাইল আমাদের 
জীবন সঙ্গী হলো
চিঠি লেখার অভ্যাস‌ 
আজ গেছে ছেড়ে
প্রিয়জনের  মূখ গুলো
 নিয়েছে কেড়ে
 ছিলো না কোনো স্মার্ট ফোন   
 ছোট ছোট কাজে বসতো মন
ভালো মন্দ সব কিছুই যে 
আছে এই  মুঠো ফোনে
বিজ্ঞান আর্শীবাদ না অভিশাপ
 কে পারে বলতে এই জীবনে
সর্বনাশের খেলায় মত্ত 
 আজ  শিশুরা
খেলার মাঠ আজ 
উদাসীন চেহেরা
 সকাল দুপুর যখনেই
সময় পাই
সবার আগে মোবাইলটা
 হাতে উঠাই
বাচ্চা বুড়ো যাকেই দেখো 
সময় কাটাই নিজের মতে
চলছে পথে কানে হেড ফোন
  জীবনটা নিয়ে হাতে
সময় ক্রমাগত বয়ে চলেছে 
 স্বপ্ন গুলো প্রযুক্তির খাঁচায় বন্দী
অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারে আমরা
 প্রতিনিয়ত হারিয়ে ফেলছি জীবনের গন্ডী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ