মনের পাতা
বিস্তৃর্ণ আকাশ , মন হারায়
চাঁদের আলোয় স্বপ্ন বেড়ায়
ভোরের আকাশে ,সুখের খোঁজ
দিন রাত্রি আসে জীবনে রোজ
সৃষ্টির ধারায় আসা যাওয়া
জীবনের কাছে তবু চাওয়া
সময়ের কথা সময় বলে
আশায় আশায় জীবন চলে
কেন করো বৃথা মিথ্যের আশা
ভবের খেলায় সব নিরাশা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন