ডাকবাক্স

হৃদয় দিয়ে লেখা এই পত্রখানি
ডাকবাক্সে দিলাম ঠিকানা লিখে
আছে যত দুঃখ কষ্ট তোমার মনে
সব ভুলে হাসি ফুটুক তোমার মুখে
 হাজার  মানুষের পথচলা তবুও
 পথের ধারে পড়ে আছো একা
সময়ের খোলসে রপ বদলায়
প্রযুক্তির কল্যাণে  ভুলে থাকা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ