আসেনা ফিরে

স্মৃতিরা সদায়  অতীত খোঁজে
শৈশবের কথা   অশ্রুতে ভিজে  
ফেলে আসা দিন  আসেনা ফিরে
 উদাসী শৈশব       মনের ঘরে
ঘড়ির কাঁটায়       ছুটির ঘন্টা
সকাল বিকেল       চেনা পথটা
কাটেনা সময়          বিকেল বেলা
স্মৃতিতে হারায়            ঐ ছেলেবেলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ