অতীত স্মৃতি

 হোকনা পাতে ডাল ভাত 
লেবু লঙ্কা বেগুন ভাজা
এদিক ওদিক গড়াগড়ি
 কলাপাতায় কতনা মজা
স্বাদে গন্ধে কলাপাতায় 
তৃপ্তিতে অমৃতের সমান
আচার অনুষ্ঠান রীতি নিয়ম
 সবে সময়ের সংস্করণ
অতীতের স্মৃতি ভুলায়  
আধুনিক বুফেতে 
কাচের  ডিশ সারি সারি 
 বাহারি পদ টেবিলেতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ