চেনা পথ

অজানা পথ  অজানা পথিক
ছুটে  চলা নিরন্তর গন্তব্য  পথে
 নীরবে পড়ে থাকে  সে শূণ্যপানে চেয়ে
বছরের পর বছর চলে অজস্র 
পথিকের পথ চলা
ক্লান্ত পথিকের পদ চিহ্ন ,শৈশবের
 ছুটে চলা সকাল বিকেল,
সবেই পড়ে আছে তার বুকের উপর,
 একদিন বড় হ‌ওয়ার স্বপ্ন নিযে ছুটেছিলাম
  ব‌ই হাতে বন্ধুরা মিলে সেই চেনা পথ ধরে,
বড়‌ই আপন ছিলো  ওই পথ আজ‌ও মনে পড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ