চেনা পথ
অজানা পথ অজানা পথিক
ছুটে চলা নিরন্তর গন্তব্য পথে
নীরবে পড়ে থাকে সে শূণ্যপানে চেয়ে
বছরের পর বছর চলে অজস্র
পথিকের পথ চলা
ক্লান্ত পথিকের পদ চিহ্ন ,শৈশবের
ছুটে চলা সকাল বিকেল,
সবেই পড়ে আছে তার বুকের উপর,
একদিন বড় হওয়ার স্বপ্ন নিযে ছুটেছিলাম
বই হাতে বন্ধুরা মিলে সেই চেনা পথ ধরে,
বড়ই আপন ছিলো ওই পথ আজও মনে পড়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন