সৃষ্টির লীলাখেলা
সবেই কি মিথ্যে
এই জীবন যাপন
বিশ্বচরাচরে কেনো
তবে এই আকর্ষণ
মায়া মোহ এই সংসার
কেনো মিথ্যে জ্বালা
বলো প্রভু কেনো তুমি
খেলছো এই লীলাখেলা
সবেই কি মিথ্যে এই সৃষ্টি
চন্দ্র সূর্য্য গ্রহ তারা
কোথায় তাদের স্বার্থ
সেটা বলবে কারা
বৃথা তবে এই গাছপালা
প্রকৃতির এই মায়া
এই আকাশ এই বাতাস দিন
রাত্রির এই আলো ছায়া
এই বসুন্ধরা এই নদী ঝরনা
সমুদ্রের গর্জন সৃষ্টির কলা
পাখীদের সুরে ভোরের গান
ভেসে যায় মেঘের ভেলা
বলো প্রভু রেখো না আঁধারে
আছো যে তুমি সর্বত্র সৃষ্টির কনায়
কিছুই নয় মিথ্যে যা কিছু
হচ্ছে সবেই তোমার ইশারায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন