মানুষ মানুষের জন্য কথাটা কি আদৌও সত্যি
"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য" এই কথাটা কি আদৌও সত্য।
মানুষ হয়ে জন্ম নিয়ে কতটা পেরেছি আমরা মানুষ হতে ।
সারাক্ষন শুধু নিজের কথাই ভেবে যাই।
দিন দিন মানুষের বিবেক মনুষ্যত্ব বলে জিনিষটা আজ হারিয়ে ফেলছি।
বহুরূপী মানুষ মুখোশ লাগিয়ে চলছে ।কে যে ভালো আর কে খারাপ
সত্যি খুব বোঝা দায় ।
কারও দুঃখ দেখলে একটু কষ্ট হয় মনে , কিন্ত কতক্ষন আর সেটাকে
নিয়ে বসে থাকি।
আগুনের মধ্য ঘি সবাই পারে ঢালতে কিন্ত নিভাতে কতজন পারে।
এটা হয়তো সবাই আমরা ভালো করে জানি। আজকাল যেখানে স্বার্থ জরিয়ে থাকে নিজের
সেখানে দুটো কথা সবাই বলতে পারে....কিন্ত বিনা স্বার্থে কারো দুটো শব্দও বেরোয় না মূখ থেকে।
এরাই হলো আমাদের আশে পাশের লোকজন। আনন্দ করার সময় হাজার লোককে পাওয়া যায় । কিন্ত দুখের
সময় কাওকে সামনে পাবে না। বড় অদ্ভুত এই মানুষ আর এই সমাজ।
আশে পাশে মানুষকে কেনো দোষ দিই নিজেদের আত্মীয়স্বজনদের মাঝে সব থেকে বেশী উদাহরন
পাওয়া যায়।
এই কথাটাও ঠিক যে আজকাল বেশী ভালো করতে গেলে সেখানেও কথা শুনতে হয়। ভালোবাসা দিলে
ভালোবাসা পাওয়া যায় একদম ভুল। এখন একটাই মূল মন্ত্র সবার নিজে খাবো নিজে বাঁচবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন