বংশ পরিচয়
নারী আজ তুমি ছুঁয়েছো আকাশ
শ্রেষ্টত্বের মুকুট তোমার মাথায়
ঘরে বাইরে সামলাও সমান তালে
তবুও বংশের পরচয় এক ছেলে পাই
নারী তুমি সৃষ্টি তোমার দ্বারাই
সম্ভব এক ছেলের জন্ম
তবুও নিকৃষ্ট মনের মানুষ
বুঝেও বুঝেনা মেয়ের মর্ম
সভ্যতার আড়ালে লড়ে যাও তুমি
সভ্য সমাজের মুখোসধারী লোক
আধুনিক সমাজ বদলায়নি
মেয়ে চাইনা ছেলে হোক
ছেলে দিবে বংশের বাতি
বাড়বে বংশের মান
মেয়ের হয়না পরিচয়
সে যে পরের ধন
মায়ের গর্ভে ছেলে বা মেয়ে
থাকে সমান অধিকারে
তবে কেনো জায়গা হয়না
মেয়েদের এই সংসারে
মেয়ে হয়ে ধরো না
আকাশের চাঁদ
ছেলেই তো দিবে মা বাবাকে
মরলে পরে কাঁধ
মেয়ের ইচ্ছা অনিচ্ছার
নেই কোন দাম
এক ছেলেই দেখাবে
মা বাবাকে বৃদ্ধাশ্রম ধাম
দিন যায় সময় বলে যায়
মেয়েআজ ছেলের সমান
নিজের যোগ্যতায় রাখতে
পারে এক বংশের মান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন