নীরবতা
শব্দেরা নিঃশব্দে চলেছে
নীরবতার মিছিলে
ক্ষত বিক্ষত শব্দের বাণে
স্বাধীনতার লড়াই
বেহিসেবি ভাবনারাও আজ
শুধু রং বদলায়
শহরের রঙীন আলোয়
স্বপ্নের নেশায়
বয়ে চলা বেদনা হতাশায়
ভরছে কবিতার পাতা
অশান্ত মন ভাসে বদ্ধ
অলিতে গলিতে
ধূসর আর বিবর্ণ স্মৃতিতে
হাতড়ে খুঁজে নিই
আপনজনের মূখ
ভালো মন্দ ছিলো একদিন
সমাজের স্বচ্ছ আয়না
আজ সে ধোঁয়াশে কালো
মুখোশের আড়ালে
ভালোবাসার কবিতারা আজ
পথে ঘাটে অসহায়
ঘর ভাঙ্গার খেলায় মন
মেতেছে সবার
সময় ছুটে চলে ব্যস্ত শহরে
দুঃখ যন্ত্রনা সব বুকের মাঝে
যেতে যেতে বলে যায় কথা
সামলে চলো আগামী পথটা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন