হারানো শৈশব

বাঁধন হারা ছেলেবেলা শুধু উড়ে বেড়ায়
ঘরেতে বসে না মন খেলাধূলাতে সময় যায়

অবাধ্য এই ছেলেবেলা শোনে না কার‌ও মানা
দুষ্টমী ভরা সেই জীবন আর কখন‌ও ফিরবে না 

হারিয়ে ফেলেছি তোকে সময়ের চোরাবালিতে
ভাঙ্গে না ঘুম আর মা র ডাকে সকালবেলাতে

জীবন আজ এক ঘেয়েমী  হারিয়ে গেছে সব
বার বার  ফিরে দেখি আসবে কি সেই শৈশব

বার্ধক্যের  হাতছানিতে আঁকড়ে ধরি স্মৃতিকে
 হাতড়ে খুঁজি  স্মৃতির পাতায়  ছেলেবেলাকে

রঙিন দিনের স্বপ্ন গুলো মনের মাঝে খেলাকরে
মিথ্যের জগতে আজ যে তোকে ভীষন মনে পড়ে

বিকেল গুলো চলে যায় অসময়ে  করে না খেলাধূলা
বাস্তবের আড়ালে হারিয়ে গেলি পুরোনো ছোটবেলা।










































মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ