প্রিয় নেতাজী

ভারতের স্বাধীনতার প্রাণপুরুষ  প্রিয় নেতাজী সুভাষ চন্দ্র বসুকে
 জানাই সশ্রদ্ধ  প্রণাম।🙏🙏

প্রিয় নেতাজী

ভারতের স্বাধীনতা সংগ্রামের তুমি এক উজ্জল নক্ষত্র
তোমার পথ ছিলো একটাই মন্ত্র ছিলো স্বাধীনতার মন্ত্র
স্বাধীনতার অদম্য ইচ্ছাকে বুকে নিয়ে ছুটেছিলে তুমিদিনরাত
তোমার মত সাহসি  বীর নেতাকে পেয়েছিলো এই  মাতৃভূমি
"তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো তোমাদের
এটাই ছিলো মূল মন্ত্র তোমার  পরাধীন ভারতকে মুক্ত করার
সবার কাছে অতি প্রিয় নেতাজী ছিলো না কোন জাতি ধর্ম
মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন  করা ছিলো  একমাত্র  কর্ম
তুমি ভারতের গর্ব বীর সন্তান তোমার লক্ষ ছিলো একটাই
তোমার আত্মত্যাগ বলিদান চিরস্মরণীয় ইতিহাসের পাতায়
কোথায় গেলে তুমি নেতাজী আজ    যে তোমার বড় দরকার
 চরম অশান্তি ধর্ম বিদ্বেষ সারা দেশ জুড়ে ফিরে এসো একবার
একেই মন্ত্রে করো দীক্ষিত শান্তির পথ দেখাও তোমার স্বপ্নের দেশকে
 আতঙ্ক ,ভয় ,হিংসার কালো অন্ধকার থেকে মুক্ত করো দেশবাসীকে।
 
                                                                  জয় হিন্দ।




 












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ