ইলিশ
বর্ষার শুরুতে এসেছে বাজারে
ইলিশ এবার বাঙ্গালির ঘরে ঘরে
হাটে বাজারে ইলিশের ছড়াছড়ি
ইলিশ তোমার নেইকো জুড়ি
ইলিশ ভাপা ইলিশ পাতুরি
পাতে চলে ইলিশের লুকোচুরি
স্বাদে গন্ধে তোমার নেই তুলনা
এক পিসে কখনও মন ভরে না
দামটা যতই থাক আকাশ ছোঁয়া
তোমাকে নিয়েই তবে ঘরে যাওয়া
শিরোপার মুকুট পেলে মাছের রাজা
ইলিশ ভাপা ইলিশ পাতুরি দারুন মজা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন