মন তোর কিসের ভাবনা
কেনো বলতে পারিস সবাই শুধু তোকেই খোঁজে
সবার ভাবা তোর মত আর কেই বা বোঝে
যখন তখন হৃদয়ে শুধু বাঁধিস ঘর
তোর উপর আছে যে হৃদয়ের জোর
সারাক্ষন চলে তোর মন নিয়ে খেলা
মান অভিমানের দেখাস তুই পালা
আবেগ অনুভূতিতে ভরা মনের ধূলিকনা
সবার হৃদয়ে বাসা বেঁধে করিস নানা ছলনা
হিংসা প্রতিহিংসায় জ্বলছিস সবার হৃদয়ে
সময়ের স্রোতে সহজ সরল মন গেছে হারিয়ে
ভালো রাখার চাবিকাঠি আছে যে তোর হাতে
শান্তির বার্তা নিয়ে আয়না সকলের হৃদয়তে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন