অতিথি


........................

আজ আর নাড়ে না দরজার কড়া,,,
কেও এসে বলে  না  ,,কি গো তোমরা বাড়ীতে 
আছো নাকি ?   সবাই কেমন আছো ?? সব যেনো  মোবাইল 
 কেড়ে নিয়েছে।.থমকে গেছে  আসা যাওয়া  সব কিছু।
অতীত  আজ বদলে  গেছে। প্রতিনিয়ত
 আমরা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসছি।
চলছে সময়ের পালা বদল  ।কারো আসা হলে 
সে যে আজকাল খবর  নিয়েই আসতে চাই।  কার কেমন 
ব্যস্ততা আছে। সেটা  দেখে শুনেই তবে যাওয়া।

পরিবার গুলো ছোট হচ্ছে। সেই আগের মত বড় পরিবার 
 আজ আর নেই। সন্তান দের চিন্তায়  থাকে মা বাবা  সারাক্ষন।
পড়াশুনা নানান activity নিয়ে ব্যস্ত থাকে। কোথায় 
আর সময় থাকে কারো বাড়ীতে  যাওয়ার । অনেক কঠিন
এই সময়। সবার কথা চিন্তা করে তবেই চলতে হয়।  
তাই আজ অতিথির পরিভাষাটাও বদলে গেছে। বিনা কারনে 
কারো বাড়ীতে আজকাল কেও যায়না। আমরা নিজেরাও 
তেমন হয়ে গেছি।
অযথা সময় নষ্ট করতে চাই না। সব থেকে যেটা সেটা হলো
ভালোবাসা ।  ভালোবাসা, আন্তরিকতা ,আত্মীয়তা আজ  
সব মুছে গেছে সবার মন থেকে। কেও আসেলে ভাবি কতক্ষনে 
যাবে। মনের মানসিকতা সময়ের সাথে রূপ নিচ্ছে।  
কিন্ত আগে ছিলো একদম অন্য রকম ।হটাৎ করে কোন অতিথি 
রাত বিকেলে   এসে গেলে‌ও কেও খারাপ পেতো না।  
 হাতে অফুরন্ত সময় ,আন্তরিকতা ,ভালোবাসা সবেই ছিলো।  
অতিথির আগমনে মুখোরিত হতো ঘর বাড়ী ।হায় রে  অতিথি ,আজ আর  
কারো পদধূলি পড়ে না  বাড়ী ঘরে।  হারিয়ে গেছে আনন্দ উল্লাস ছোটবেলার। 
 কত অতিথি আসতো  যেতো  বাড়ীতে । কোনদিন হাতে দুটো  বিস্কুটের প্যাকেট
বা কয়টা চকলেট  দেখেই সেই কি আনন্দ। সেই স্মৃতি আজ ও মনের ভিতর 
তাজা হয়ে আছে। 
আমার  বাবা ও মা কেও দেখেছি ছোটবেলায়   অতিথি আসলে  খারাপ পেতে
উল্টে আমাদের বলতো   বাড়ী ঘরে লোকজন না আসলে ভালো লাগে না।
আর আমার বাবা  সে তো একদম অন্যরকম মানুষ ছিলেন ।
 কিছুদিন হয়ে গেলে   আমাদের বাড়ীতে  আত্মীয় স্বজন না আসলে বলতো
কি হলো অনেক দিন হয়ে গছে   কেও আসছে না।  মনে হতো যেনো বাবা 
অতিথির অপেক্ষায় বসে আছে।   ভীষন ভালোবাসতো লোকজন । 
তাই দেখে  আমরাও খুশী হোতাম   । মনে মনে ভাবতাম অতিথি রা 
আসলে থাকলে আমরাও ঘুরতে পারবো আর   পড়তে বসতে  হবে না,
সেই কি আনন্দ মনে।  সত্যি পুরোনো দিনগুলো হলো মন ভালো করার ঔষধ, বেঁচে থাকার  একমাত্র সম্বল  আজ যেনো নিজেরাই নিজেদের জন্য বেঁচে থাকি।

 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ