ভক্ত আর ভগবান
ভক্তের সাথে ভগবানের একটা গভীর সম্পর্ক আছে,,,,,ভগবান কে আমরা দেখতে পাইনা সত্যি কথা তথাপি আমরা সারাক্ষন ভগবানকেই ডেকে চলি ,,,,,,,,,এটা আমাদের মনের বিশ্বাস,,,,,,,, অন্তরে ভক্তি থাকিলে আমাদের ভগবানের কাছে যেতে হয় না,,,,,,,যেখানেই থাকি না কেনো ভগবান সেখান থেকেই আমাদের সাড়া যে দেন,,,,,,,,,,,,,,,ভক্তের ভক্তিতে ভগবান বাঁধা পড়ে যায়,,,,,,,,, আমরা যদি আমাদের মনকে জয় করতে পারি তাহলে সব বাঁধা বিপত্তি আমরা জয় করতে পারবো,,,,,
মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন জীবনের সব পূর্ণতা লাভ করা যায়,,,,,,বিশ্বাসে মেলে মুক্তি,,,,,,ভগবান আমাদের ভালোবাসেন,,,,,,, তাই সময়ের ঝড় যখন উঠেছে তখন তিনিই থামাবেন ,,,,,,
সারাবিশ্বের মানুষ যখন করোনার ভয়ে গৃহবন্দি হয়ে পড়ছে,,,,,,,,তখন দিনের পর দিন বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসক চিকিৎসাকর্মীরা করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন,,,,,,,,,, প্রতিদিন শত শত মানুষের মৃত্যু দেখছেন,,,,,,,,,,, তাদের মনের উপর কতটা চাপ পড়ছে,,,,,,,,,,,, কিন্তু এই অবস্থাতেও তারা শুধু নিজেদেরই নয় সাধারণ মানুষকেও ভরসা যোগাচ্ছেন,,,,,,,,,,,,,,এখন তারাও আমাদের কাছে ভগবানের সমান,,,,,,,,,,,,,তাদের উপরও যে বিশ্বাস রাখতে হবে,,,,,,,,,,,,, ভগবান সেজে যারা আমাদেরকে সহায় করছেন সাহার্য্য করছেন সবাই কে অক্লান্ত পরিশ্রম করে তাদের সেবা যত্নে সবাই সুস্থ হচ্ছেন তাদেরকে মানুষ অপমান করছেন তাদের উপর অত্যাচার করছেন,,,,,,,,,,,ভগবানের আরেক রূপ নিয়ে মানুষে পাশে এসে দাঁড়িয়েছেন,,,,,
মানুষের মধ্যেই যে ভগবান রয়েছেন,,,,,,,,,, ,,,,শুধু মন্দিরে বসে ইশ্বরকে ডাকলেই ভগবান দর্শন দেন না,,,,,,,,,,,,,,,,,,, একাসনে বসে ভগবানের নাম করলে ইশ্বর খুশী হবে বা রক্ষা করবেন তা নয় ,,,তিনি অসহায় দুঃখী মানুষের পরম সেবাতেও তিনি তুষ্ট হোন,,,,,সেটাতে বেশী খুশী হোন ,,,,,,, সেটাই ইশ্বরের প্রতি আমাদের আসল শ্রদ্ধাঞ্জলী হবে,,,,,,
আজ সত্যি আমরা সবাই যদি সাধন ভজন আরাধনা এইসবের থেকেও বেশী প্রয়োজন গরীব মানুষের পাশে এসে দাঁড়ানো এটাই আমাদের প্রকৃত আরাধনা হবে ইশ্বরের প্রতি, ,,,,,মানব ধর্মই যে সব থেখে বড় ধর্ম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন